চ্যানেল আইয়ের নাটক ও টকশো নিয়ে মামলা

Home Page » এক্সক্লুসিভ » চ্যানেল আইয়ের নাটক ও টকশো নিয়ে মামলা
বুধবার, ১১ আগস্ট ২০২১ফরিদুর রেজা-শাইক সিরাজ- সুমন

বঙ্গ-নিউজ: চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনের নামে মামলা হয়েছে। একটি নাটক এবং টেলিভিশনের টক-শোতে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগ এনে পৃথম দুটি মামলা করা হয়েছে ঢাকা সিএমএম আদালতে।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকী মামলার ওপর শুনানি নিয়ে আজ বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত।

এর আগে বশির আল হোসাইন নামের এক প্রতিবন্ধী অধিকার কর্মী আজ বুধবার মামলা দুটির আবেদন করেন। এর মধ্যে ‘ঘটনা সত্য’ নামের নাটক নিয়ে একটি মামলা করা হয়েছে। গত ২৩ জুলাই নাটকটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে প্রচার করা হয়েছিল। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে এই মামলায় আসামি করা হয়েছে।

অপর মামলাটি দায়ের করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর গত ১১ জুলাইয়ের পর্ব নিয়ে। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই পর্বে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ ঘটেছে। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠানটি পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযাজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং ওই পর্বের আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে এই মামলায় আসামি করা হয়েছে।

আইনজীবী জানান, মামলা দুটির বাদী বশির আল হোসাইন, সকল সাক্ষী এবং আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী সকলেই প্রতিবন্ধী ব্যক্তি। নাটকের মামলার অভিযোগ করা হয়েছে যে, ‘ঘটনা সত্য’ নাটকের সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা এবং পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

অপরদিকে, দ্বিতীয় মামলায় বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন। যেখানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি, অথচ আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাখিয়াছি। লাফানো ঠিক আছে। ছোটবেলা থেকে আমরা অনেকে ম্যারাডোনার ভক্ত, অথচ নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব?’

বাদীর অভিযোগ, দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দদ্বয়ের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে।

এ ধরনের নেতিবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫০   ১৮৪ বার পঠিত   #  #  #  #  #
পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার জের ধরে সহিংসতা
দেশের ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠান গোয়েন্দা নজরদারিতে
ডঃ মুহাম্মদ ইউনূস সহ চারজন জামিন পেলেন আত্মসমর্পণে
মালয়েশিয়া প্রবাসীদের রেমিট্যান্স কমলো মহামারিতে ৪২ শতাংশ
কাতারের দোহায় বসছে তালেবান এবং যুক্তরাষ্ট্র
হাতিয়ে নিয়েছেন ৪৬০ কোটি ,অবশেষে ধরা পড়লেন তিনি!

আর্কাইভ

16. HOMEPAGE - Archive Bottom Advertisement