মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে ১৩তম তালিকায়
Home Page » জাতীয় » বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে ১৩তম তালিকায়
বঙ্গনিউজঃ বিশ্বের ‘সবচেয়ে দুতির্নীগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। ম্প্রতিস বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
মূলত ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, যা ২০২০ সালের তুলনায় এক ধাপ উন্নতি। তবে স্কোর আগের মতোই ২৬। খবর ডয়েচে ভেলের
এ তালিকায় ওপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। ২০২০ সালে ওপরের দিক থেকে ছিল ১৪৬তম। এ তুলনায় দেশটি এক ধাপ নিচে নেমেছে।
এবারও ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৬। গত চার বছর ধরে একই স্কোর বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১৩:০২:৩১ ● ৬৩৩ বার পঠিত