মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২

ইউক্রেনে বাংলাদেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সুযোগ দেবে রাশিয়া

Home Page » জাতীয় » ইউক্রেনে বাংলাদেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সুযোগ দেবে রাশিয়া
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ    ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে রাশিয়া। গতকাল সোমবার ঢাকায় রুশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে উচ্চশিক্ষা গ্রহণের মতো অবস্থায় নেই, তারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। যারা রাশিয়ায় তাদের পড়াশোনা স্থানান্তরে আগ্রহী তাদের ঢাকায় রুশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই রাশিয়ায় কোন অঞ্চলের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেসব তথ্যসহ ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি, শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের বেশির ভাগই শিক্ষার্থী। ইউক্রেন যুদ্ধে দেশটিতে বসবাসরত অনেক শিক্ষার্থী এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। অনেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে ভর্তির সুযোগ খুঁজছেন। কেউ কেউ এরই মধ্যে ভর্তি স্থানান্তরের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০১:২৫ ● ৭২৪ বার পঠিত