বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২

পদ্মা সেতুর নাম ”পদ্মা সেতুই” থাকবে: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » পদ্মা সেতুর নাম ”পদ্মা সেতুই” থাকবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:  উদ্বোধনের দ্বারপ্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। সব ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের শেষাশেষি সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর নাম কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা হয়েছে। সরকারি দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে অনেকেই শেখ হাসিনার নামে এর নামকরণের প্রস্তাব করেছিলেন।

সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, সেতুটির নাম অন্য কিছু নয়, পদ্মা সেতুই থাকবে।

আগামী ৫-৬ দিনের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিকে, দুদিন আগে (১৭ মে) পদ্মা সেতু পারাপারের ক্ষেত্রে অনুমোদিত যানবাহনের টোল চূড়ান্ত করেছে সরকার। একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বড় বাসের ক্ষেত্রে টোল হবে ২ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলের ক্ষেত্রে ১০০ টাকা। কার ও জিপ পারাপারে টোল হবে ৭৫০ টাকা, পিকআপে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ২১:১৬:০৩ ● ৫২৫ বার পঠিত