শনিবার ● ৫ নভেম্বর ২০২২

বাদল দিনে- হাসান মিয়া

Home Page » সাহিত্য » বাদল দিনে- হাসান মিয়া
শনিবার ● ৫ নভেম্বর ২০২২


বাদল দিনে

হাসান মিয়া

 

আজি এ বাদল দিনে

কেমনে থাকি তুমি বিনে।

নিলে না তো কোন খোজ

ফোন দেই তাই রোজ রোজ।

মিছে আশায় বাঁধি বাসা

কিন্তু আজও হইল না,

__তোমার আসা।

এমন বাদল দিন হইল বৃথা।

বাহিরে টুপটাপ বৃষ্টি ঝরে।

বসে আছি আনমনে

__জানালার ধারে।

মাঝে মাঝে বহে ধমকা বাতাস,

বিদ্যুৎ ঘন ঘন চমকায় আকাশ।

কুঞ্জনে মেতে উঠে পাখির আবাস।

কাদা কাদা মাখামাখা উঠান কোণে

হংস বলাকা খেলিছে আপন মনে।

এত সৌন্দর্য প্রকৃতির ভিড়ে

তোমায় নিয়ে কল্পনা করি

__হ্দয় নীড়ে।

টুপটাপ ফোঁটায় ভিজে কদম ফুল

তোমার জন্য প্রিয়তমা মন হয় ব্যাকুল।

বৃষ্টির পানি বয়ে যায়,

 __যায় নদীর কূল।

দেখিতে চমৎকার ভিজা কদম ফুল।

 হাসান মিয়া

 

 

 

বাংলাদেশ সময়: ১:৪৯:৩৭ ● ৭৯৭ বার পঠিত