ঋণ গ্রহীতাদের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ

Home Page » জাতীয় » ঋণ গ্রহীতাদের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০২২


ফাইল ছবি-হাইকোর্ট

বঙ্গ-নিউজ:  ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয় তাদের নাম ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ব্যাংকে যে টাকা থাকে তা জনগণের টাকা, তাই সে টাকা কাকে বা কোন প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে তা জানার অধিকার জনগণের আছে, জনগণকে জানাতে হবে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, প্রতিটি ঋণের বিপরীতে ইন্সুরেন্স বাধ্যতামূলক করতে হবে। এছাড়া কী পদ্ধতিতে খেলাপি ঋণ আদায় করা হবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিতে হবে লোন অনুমোদনের চিঠিতে। এছাড়া সকল ঋণ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতার বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২৩ নভেম্বর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। ঋণ আদায়ে শুধুমাত্র অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১:০১:৫৬ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ