শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩

গত ৩০ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ৪০টির বেশি ভূমিকম্প!

Home Page » জাতীয় » গত ৩০ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ৪০টির বেশি ভূমিকম্প!
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি-ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ তুরস্কের শহর

বঙ্গ-নিউজ: গত ৩০ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ৪০টির বেশি ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (ইউএসজিএস) রেকর্ড এ তথ্য দিচ্ছে। এসব ভূমিকম্পের বেশিরভাগই মৃদু অথবা স্বল্পশক্তির হলেও বিষয়টি ভূকম্পীয় তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ  বিকেল ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে রোমানিয়ায়। একই সময়ে একই মাত্রার ভূমিকম্প হয়েছে ক্যারিবিয়ান সাগরের লিওয়ার্ড আইল্যান্ডসে।

এর আগে দুপুরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে নিউজিল্যান্ডের কারমাদেশ আইল্যান্ডসে। একই জায়গায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয় গতকাল রাত আড়াইটায়।

আজ ভোরে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার আমবনে। সকাল ৭:২২ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে তাইওয়ানে। ৭:৪৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানের নাগো শহরে।

সকাল ৮:১১ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে আটলান্টিকের গভীরে, যেখানে রাত সোয়া ৯টায় আরেকটি ভূমিকম্প হয়েছিল। সকাল সোয়া ১১টায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে পেরুর উননে। বেলা ১২:৫৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে কানাডার পোর্ট ম্যাকনিলে।

এর আগে মধ্যরাতে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানের ফয়জাবাদে। রাত সোয়া ১ টায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে তুরস্কের উজুনবাগে।

গতকাল তুলনামূলক শক্তিশালী ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে ফিলিপাইনের লুঝন অঞ্চলে। ভূপৃষ্ঠের ৫২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর আগে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয় বৈকাল হ্রদ অঞ্চলে। রাশিয়ার ইরকুতস্ক থেকে ৮৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রাশিয়া ছাড়াও মঙ্গোলিয়ার বিস্তীর্ণ অঞ্চল কেঁপেছে এর প্রভাবে।

গতকাল ভোরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। একইদিন দুপুরে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় উটাহ অঙ্গরাজ্যে। এরপর রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় ট্রেক্সাসের হারমলেইতে।

গতকাল বিকেলে ক্রোয়েশিয়ায় ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয় তুরস্কের ইয়াইলাদাগিতে। ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয় তুরস্কের দোগানসেহিরে। প্রায় একই সময় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয় গুয়েতেমালার পুয়ের্তো সান হোসে অঞ্চলে।

এরপর রাতে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয় তানজানিয়ার ইকুঙ্গি অঞ্চলে। এর কিছুক্ষণ পর ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয় আটলান্টিকের গভীরে। ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায়। কাছেই অবস্থিত সলোমন আইল্যান্ডসে আজ দুপুরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২০:৩৩ ● ২১৭ বার পঠিত