শনিবার ● ৪ মার্চ ২০২৩

সিলেট কেমুসাসে হাওরকবি’র “হাওর পারের নাইয়া” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Home Page » বিবিধ » সিলেট কেমুসাসে হাওরকবি’র “হাওর পারের নাইয়া” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
শনিবার ● ৪ মার্চ ২০২৩


 

 

 

 

---

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে গতকাল শুক্রবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউপি’র কৃতী সন্তান সময়ের অন্যতম হাওরবাদী লেখক,গবেষক হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের লেখা “হাওর পারের নাইয়া ” কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে।মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বংশীকুন্ডা ইউপি’র চেয়ারম্যান রাসেল আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সাবেক দুইবারের সভাপতি,অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখার ব্যবস্থাপক রাহুল সরকার, কবি মঞ্জুর মোহাম্মদ,প্রভাষক কবি জহিরুল ইসলাম,ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন মণি,শিক্ষক লিটন সরকার।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি রাহুল তালুকদার,বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া,নবনির্বাচিত সভাপতি কবি,গল্পকার জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম,কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি  মামুন হোসেন, ওহাবলিম, সজিব আহমদ, ইলিয়াস সানী, সহ বংশীকুন্ডা ছাত্র কল্যাণ পরিষদের চতুর্দশ কার্য নির্বাহি পরিষদের সকল সদস্যবৃন্দ।কবি,গল্পকার  জেনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠাণটিতে সবাই হাওর পারের নাইয়া কাব্যগ্রন্থ ও হাওরকবির জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:১৪:১৯ ● ২৫৯ বার পঠিত