শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রধানমন্ত্রী গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন
বঙ্গনিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (এপ্রিল ২২) সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাকর্মী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।
পরে প্রধানমন্ত্রী বিচারক এবং কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৪ ● ৪২৪ বার পঠিত