রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু
Home Page » জাতীয় » এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু
বঙ্গ-নিউজঃ জনসাধারণের যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ। এর আগে শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
জানা যায়, এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। সবধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১শ’ ৬০ টাকা। মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) টোল ৩শ’ ২০ টাকা এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪শ’ টাকা। এ টাকার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত করা আছে।
এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে এবং ওঠানামার স্থানে গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। নিচের ভিডিওতে ক্লিক করে সরাসরি দেখুন এই আনন্দের খবরটি ।
বাংলাদেশ সময়: ১১:১১:৪৫ ● ৩৯৯ বার পঠিত