বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩

মেঘভাঙা রোদে- জহিরুল ইসলাম

Home Page » সাহিত্য » মেঘভাঙা রোদে- জহিরুল ইসলাম
বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩


রোদের ঠোঁটে চুমু খেয়ে মেঘ ডেকে আনলো বৃষ্টিকে।
অভিমানের জল দেখা গেল তোমার দৃষ্টিতে।
চাতক পাখি গাইলো গান মাতাল শিহরণে।
বৃষ্টিভেজা কচিপাতা নাচ ময়ূরী নাচ দিল অনুরণনে।

ফুলগুলি সব ধুল ছাড়ালো, সতেজ হলো স্নানে।
বৃক্ষেরা সব সবুজ হয়ে জেগে উঠলো তরুণ প্রাণে।
খাল-বিলের মাছগুলি সব উঠলো মেতে গানে।
রান্না শেষে নাওয়ার পরে বৌ বাঁধলো খোঁপা কুন্তলে।
প্রবাসী স্বামী আজকে বলবে কথা ভিডিও কলে।
বৌ এর মন ভাসছে তাই আনন্দ জলে।
লক্ষ বৌ এর আনন্দ জলে, রোগগুলি যাক সব চলে।
মেঘভাঙা রোদের কালিতে,লিখলাম চিঠি বন্ধু তোমাকে
মেঘদূত নিয়ে গেলে, দিয়ো রিপ্লাই ফেসবুকের বার্তাতে।

জহিরুল ইসলাম

বাংলাদেশ সময়: ১০:৫৩:৪৬ ● ৪৯০ বার পঠিত