যাত্রীবাহী বাসে আগুন চট্টগ্রামে

Home Page » প্রথমপাতা » যাত্রীবাহী বাসে আগুন চট্টগ্রামে
বুধবার ● ১ নভেম্বর ২০২৩


যাত্রীদের নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা
 বঙ্গনিউজঃ      বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

সকাল আটটায় দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস পটিয়ার দিকে যাচ্ছিল। কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। আগুন লাগিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ‘চট্টমেট্রো জ ০৫-০২৭০’ নম্বরের বাসটির মালিক পটিয়া উপজেলার হাবিব শিকদার। কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী   জানান, বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্বৃত্তের আগুনে বাস পোড়ানোর কথা নিশ্চিত করলেও কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন।

তিনি বলেন, সকালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:০৬ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ