বুধবার ● ১ নভেম্বর ২০২৩
সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড
Home Page » জাতীয় » সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড
বঙ্গ-নিউজ: রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।
গতকাল সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একই মামলায় মিয়া আরেফীকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা ইশরাককেও এই মামালায় আসামি করা হয়েছে। মিয়া আরেফী এখন কারাগারে আছেন।
বাংলাদেশ সময়: ২০:২৬:১০ ● ৩৪৮ বার পঠিত