সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩

‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়বেন মাহি

Home Page » প্রথমপাতা » ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়বেন মাহি
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩


  চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া

বঙ্গনিউজঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এতে আলোচিত চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।

রাজশাহীর ছয়টি আসনের ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে ছয় প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।

এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আট জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ, বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন।

বাংলাদেশ সময়: ১২:৩৩:০৯ ● ১৩২ বার পঠিত