শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪

জসীম উদ্দীন- এর কবিতা বেদের বহর

Home Page » সাহিত্য » জসীম উদ্দীন- এর কবিতা বেদের বহর
শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪


বেদের বহর

মধুমতী নদী দিয়া,
বেদের বহর ভাসিয়া চলেছে কূলে ঢেউ আছাড়িয়া।
জলের উপরে ভাসাইয়া তারা ঘরবাড়ি সংসার,
নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার।
মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল,
নাম-হীন কত নদী-তরঙ্গে ফিরিছে খাইয়া দোল।
দুপাশে বাড়ায়ে বাঁকা তট-বাহু সাথে সাথে মাটি ধায়,
চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিল হায়।
কত বন পথ সুশীতল ছায়া ফুল-ফল-ভরা গ্রাম,
শস্যের খেত আলপনা আঁকি ডাকে তারে অবিরাম!

বাংলাদেশ সময়: ১৫:২১:১৪ ● ১২৯ বার পঠিত