একজন হেডমাস্টার শামছুল আমিন বাচ্চু মিয়া - ডাঃ খালেদ মাহমুদ
Home Page »
সাহিত্য »
একজন হেডমাস্টার শামছুল আমিন বাচ্চু মিয়া - ডাঃ খালেদ মাহমুদ
তিনি ঘুমিয়ে আছেন
শান্তিতে চিরশায়িত আছেন
কবরের ঠিকানায়।
ঠিক যেন বিশ্বাস হয়না তিনি নেই।
ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে
তাঁর কাটানো দিনগুলো
আজও যেন জেগে আছে।
দিনগুলো তাঁর
সকল ছাত্রের জন্য
অনুসরণীয় হয়ে রইবে চিরকাল।
তাঁর সময়ের শিক্ষাগুরুদের সম্মান
ছিলো আকাশচুম্বী।
বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায়
তাঁর প্রচেষ্টা সর্বজনবিদিত।
হিংস্র হায়েনাদের মোকাবেলায়
সামাজিক প্রতিরোধের
তিনি ছিলেন রূপকার।
একটি স্কুল শুধু প্রতিষ্ঠা করেননি
হাজারো স্কুলের সফলতার অনুভূতি
ছড়িয়ে দিয়েছেন
তাঁর ছাত্রদের মনে।
একজন নিবেদিত প্রাণ শিক্ষক
যিনি শুধু বিলিয়ে দেয়ার নেশায় ছিলেন বিভোর
বিলিয়ে দিয়েছেন শিক্ষা
বিলিয়ে দিয়েছেন চিন্তা চেতনা
বিলিয়ে দিয়েছেন দেশপ্রেম
বিলিয়ে দিয়েছেন শ্রম
শরীরের ঘাম।
বিলিয়ে দিয়েছেন জীবন যৌবন তারুণ্য
বিলিয়ে দিয়েছেন মেধা
এই দেশ এই সমাজ বিনির্মাণের জন্য।
অন্যায়ের প্রতিবাদে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর
আজও প্রতিধ্বনিত হয়
স্কুল আঙিনায় এবং
অত্র সমাজের অলিতে গলিতে।
একজন হেডমাস্টার হয়ে
একটি সুশীল সমাজ বিনির্মানের
সূতিকাগারে আপনি নিজেকে
প্রতিষ্ঠিত করেছিলেন।
আপনি শিক্ষাকে করেছেন জ্যোতির্ময়
শিক্ষকতাকে করেছেন সমৃদ্ধশালী।
শিক্ষকদের শিক্ষাগুরু হয়ে
আপনি আপনার কালকে করেছেন অতিক্রম।
আপনার বিশ্বাস ও চিন্তাধারা
দেশবরেণ্য সুপ্রতিষ্ঠিত ছাত্রদের
চোখে মুখে উজ্বল
পূর্ণিমার চাঁদের মতো।
আপনার চাঁদের মতো চেহারা
আপনার ছাত্রদের চিন্তা চেতনায়
প্রতিনিয়তই প্রস্ফুটিত হয়।
দেশ বিনির্মাণের যে বীজ আপনি
রোপন করে গেছেন
তা যদি আমরা ধারণ করি ও
লালন করি
এবং ছড়িয়ে দিতে পারি সর্বত্র
তাহলে একদিন নিশ্চয়ই বলতে পারবো
সাবাশ বাংলাদেশ!
হেডমাস্টার শামছুল আমিন বাচ্চু মিয়া
আপনি শুধুই একজন শিক্ষক নন!
আপনি একজন সমাজ বিনির্মানের রূপকার
আপনি একজন দেশ গড়ার কারিগর
আপনি একটি চিন্তা ও চেতনার নাম!
আপনি একটি মিশ্র সমাজের কাঙ্খিত বিশ্বাস!
আপনি নিপীড়িত জনতার বিজয়ের পথের
মুষ্টিবদ্ধ হাত!
বাংলাদেশ সময়: ৯:৩৮:২১ ●
২৫৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)