
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ মৃত্যু, আটজনই ঢাকার
Home Page » আলিফের চটি গল্প » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ মৃত্যু, আটজনই ঢাকারবঙ্গনিউজ ডেস্কঃ এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৩৬ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৪ হাজার ৩৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৯ জনের মধ্যে আটজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন। অন্য একজন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৩৩৫ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮০ হাজার ৫০ জন ছাড়পত্র পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৫ ● ১৯৬ বার পঠিত