মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত ও ২ জন আহত
Home Page » জাতীয় » গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত ও ২ জন আহত
বঙ্গ-নিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার লিমিটেডের কারখানায় আজ সকালে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন প্রকৌশলী মো. রিয়াজ উদ্দিন এবং চাঁদপুরের বাসিন্দা মিজান গাজী ও মাহফুজ। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, কারখানার প্রকৌশলী ও শ্রমিকরা গ্যাস লাইনের মেরামত কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। আহতদের সিলেটে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, জালালাবাদ গ্যাস কোম্পানি থেকে কারখানায় গ্যাস সরবরাহ করা হয় এবং একটি নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে গ্যাস নিয়ন্ত্রিত হয়। তিনি আরও জানান, কয়েকদিন ধরেই ওই নিয়ন্ত্রকটি ঠিকমতো কাজ করছিল না বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৯ ● ৪০৮ বার পঠিত