মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫

মার্কিন দূত ও পুতিনের আলোচনা, ‘অত্যন্ত কার্যকর’ বলে মন্তব্য

Home Page » জাতীয় » মার্কিন দূত ও পুতিনের আলোচনা, ‘অত্যন্ত কার্যকর’ বলে মন্তব্য
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫


ছবি-স্টিভ উইটকফ ও পুতিনের আলোচনা

বঙ্গ-নিউজ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সাম্প্রতিক আলোচনাকে ‘অত্যন্ত কার্যকর’ হিসেবে মূল্যায়ন করেছে ক্রেমলিন। গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।

গত ১১ এপ্রিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পুতিনের সঙ্গে উইটকফের এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং ইউক্রেন যুদ্ধের সমাধানে পথ খুঁজছে, তখনই এই আলোচনাটি হলো।

পেসকভ বলেন, ‘এই ধরনের যোগাযোগ অত্যন্ত উপকারী এবং অত্যন্ত কার্যকর। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের জন্য একটি খুব জনপ্রিয় লাইন স্থাপিত হওয়ায় এটি সম্ভব হয়েছে, যা উভয় পক্ষকে সরাসরি তথ্য পেতে সাহায্য করেছে।’

তবে, তিনি যোগ করেন যে, জটিল বিষয়গুলো নিয়ে আলোচনার কারণে তাৎক্ষণিক ফলাফলের আশা করা উচিত নয়।

পেসকভ পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়ে কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সম্পর্ক স্বাভাবিক করার পথের শুরুতে আছি, তাই এই বিষয়ে আমাদের কোনও অতিরিক্ত প্রত্যাশা ছিল না।’

উল্লেখ্য, এই আলোচনার মধ্যেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ২০২১ সালের এপ্রিলে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩০ ● ১০৪ বার পঠিত