
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
আজ প্রফেসর আবুল আফসারের শুভ জন্মদিন
Home Page » Wishing » আজ প্রফেসর আবুল আফসারের শুভ জন্মদিন( আজ প্রফেসর আবুল আফসারের শুভ জন্মদিনে বঙ্গনিউজ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। তাঁরই লেখা দিয়ে আমরা তার জন্মদিনের শুভকামনা জানাই )
শুভ জন্মদিনে - আবুল আফসার
আজিকের এই দিনে এসেছি ভূমে
মা শরীফা বেগমের কোলে
পৃথিবীর আলো দেখিয়েন স্রষ্টা
ইসলাম আড্ডারের ঔরষে।
হেলায় ফেলায় সুখে দুঃখে
কেটে যাচ্ছে জীবন
স্রষ্টার শ্রেষ্ঠ মাকলুখ আমি
শোকর হাজারবার।
যতটুকু পেরেছি যতটুকু জানি
করেছি ব্যয় পরকল্যাণে
ভূলত্রুটি ছিলো যা ইচ্ছায় অনিচ্ছায়
জীবন চলার পথে পথে।
মাপ করে দাও হে প্রভু আমার
অন্তযামি তুমি
তোমার কৃপা ব্যতিরেকে
আমি কি পার পেতে পারি?
রহমান তুমি রাহীম তুমি
তুমি জগত অধিপতি
যতো দিন রাখিবে এ ধরার মাঝে
তোমারই গুণগান যেন গাহি।
**৩০শে এপ্রিল/২০২৫।
বাংলাদেশ সময়: ২১:৫৩:০৪ ● ৩২ বার পঠিত