শনিবার ● ১৭ মে ২০২৫

মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন প্রণয়নের আহ্বান ড. ইউনুসের

Home Page » অর্থ ও বানিজ্য » মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন প্রণয়নের আহ্বান ড. ইউনুসের
শনিবার ● ১৭ মে ২০২৫


প্রফেসর মোহাম্মদ ইউনুস

বঙ্গনিউজ: তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন’ প্রণয়নের আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইউনূস বলেন, এই ব্যাংক প্রচলিত ধারার মতো হবে না। এটি চলবে বিশ্বাস ও আস্থার ভিত্তিতে, যেখানে ঋণ গ্রহণে কোনো জামানতের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, এই ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে ‘সামাজিক ব্যবসাকে’ সম্প্রসারণ করা, যা লাভের জন্য নয়, বরং সামাজিক সমস্যার সমাধানে কাজ করবে।

ক্ষুদ্রঋণের সাফল্যের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কখনও কেউ টাকা মেরে চলে যায়নি। অথচ বহু প্রচলিত ব্যাংক ভেঙে পড়েছে, ঋণগ্রহীতারা টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তাই আমাদের এমন ব্যাংকের প্রয়োজন যার ওপর জনগণ আস্থা রাখতে পারে।

প্রফেসর ইউনূস বলেন, প্রত্যেক মানুষই প্রকৃতপক্ষে একজন উদ্যোক্তা। ব্যাংকের মাধ্যমে আমরা তাদের হাতে সেই সুযোগ তুলে দিতে পারি।

এ সময় বাংলাদেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, এমআরএ কেবল বাংলাদেশের ক্ষুদ্রঋণের জন্য নয় বরং বিশ্বের অনেক দেশের জন্যও ভালো কাজ করছে।

সূত্র: বাসস

বাংলাদেশ সময়: ২০:০৭:১৬ ● ২৫ বার পঠিত