রবিবার ● ১৮ মে ২০২৫

পণ্য আমদানির ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা ভারতের

Home Page » অর্থ ও বানিজ্য » পণ্য আমদানির ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা ভারতের
রবিবার ● ১৮ মে ২০২৫


প্রতীকী ছবি-ভারত-বাংলাদেশ

বঙ্গনিউজ: বাংলাদেশ থেকে পোশাক, ফল এবং অন্যান্য নির্বাচিত পণ্য আমদানির ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে ভারত। স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানি বন্ধ করার প্রায় এক মাস পর এই পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী এ দেশটি। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) শনিবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত কেবল কলকাতা এবং মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানির সুযোগ দিচ্ছে। এর ফলে স্থলবন্দরের পরিবর্তে এখন কেবল মুম্বাইয়ের নাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়েই বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে হবে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো স্থল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে কোনো ধরনের আমদানি করা যাবে না।

বাংলাদেশের স্থলবন্দর দয়ে তৈরি পোশাকের পাশাপাশি ফলমূল, প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানা গেছে।

তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও কুচানো পাথর ভারতে আমদানি করা যাবে। এছাড়া বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া ট্রানজিট পণ্যর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

উল্লেখ্য, গত মার্চ মাসে বাংলাদেশ সরকার স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার পর পাল্টা এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্য ভারত দাবি করেছে, দেশটির শিল্প সুরক্ষা ও আমদানিতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০০:০৮ ● ১৯০ বার পঠিত