রবিবার ● ২৫ মে ২০২৫

আমাকে বহু সংস্থার এজেন্ট বানানো হয়েছে:বাঁধন

Home Page » জাতীয় » আমাকে বহু সংস্থার এজেন্ট বানানো হয়েছে:বাঁধন
রবিবার ● ২৫ মে ২০২৫


আমাকে একাধিক গোয়েন্দা সংস্থার এজেন্ট বানানো হয়েছে: বাঁধন

বঙ্গ নিউজ ডেস্ক:গত বছর ছাত্র-জনতার আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে নামা থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুক পোস্টে বাঁধন অভিযোগ করেন, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে ট্রল করা হচ্ছে। তিনি লেখেন, “আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম, কী দারুণ এক যাত্রা!”

বাঁধন জানান, ২০২১ সালে তিনি ‘খুফিয়া’ নামে একটি বলিউড ছবিতে ‘র’ এজেন্ট চরিত্রে অভিনয় করেছিলেন। পরিচালনায় ছিলেন বিশাল ভরদ্বাজ এবং সহশিল্পী ছিলেন অভিনেত্রী টাবু। সিনেমাটি এখন নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

তিনি জানান, ‘খুফিয়া’ ছবির পর ভিসাজনিত জটিলতায় সিনেমার প্রিমিয়ারে যেতে পারেননি। ভারতীয় হাইকমিশন পাঁচবার ভিসা প্রত্যাখ্যান করে। এর পেছনে একটি ছবির প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি পোস্ট করায় ভারতীয় হাইকমিশন উদ্বিগ্ন হয়। শেষমেশ প্রভাবশালী কিছু ব্যক্তির সহযোগিতায় এক মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা পান তিনি।

বাঁধনের দাবি, সিনেমার একজন সহ-অভিনেত্রী ভিসা জটিলতায় ভূমিকা রেখেছেন।

তিনি আরও লেখেন, “জুলাইয়ের আন্দোলনের সময় আমাকে সিআইএ-র এজেন্ট বলা হলো। বলা হলো, আমি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে বিপ্লব চালাচ্ছি। এরপর হলাম জামায়াতের এজেন্ট, কারণ তাদের এক নেতার ভিডিও শেয়ার করেছিলাম। কেউ বলল, আমি মোসাদের হয়েও কাজ করছি। আর গতকাল রাতে আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম!”

তিনি ব্যঙ্গ করে লিখেন, “সরকারঘনিষ্ঠ একজন সিরিয়াসভাবে জিজ্ঞেস করে বসল, ‘টাকা খাইছো নাকি?’ আমাদের কী দারুণ সমাজ! যে নিজে দেশকে ভালোবাসে না, সে ভাবে আর কেউ দেশকে ভালোবাসতে পারে না। লেখাটা আসলে মজা করে বলা, আরাম কর, হাসো আর একটু ভাবো।”

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৯ ● ৩৯ বার পঠিত