সোমবার ● ২৬ মে ২০২৫

সাকিব-রিশাদের লাহোর চ্যাম্পিয়ন

Home Page » ক্রিকেট » সাকিব-রিশাদের লাহোর চ্যাম্পিয়ন
সোমবার ● ২৬ মে ২০২৫


---

বঙ্গ নিউজ ডেস্ক:কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় কোয়েটা। দলটির হয়ে হাসান নওয়াজ ৭৬ রানের বড় ইনিংস খেলেন। তিনি ৪৩ বলের ইনিংস আটটি চার ও চারটি ছক্কায় সাজান।
এছাড়া রাইলি রুশো ২২ ও আভিস্কা ফার্নান্দো ২৯ রান যোগ করেন। দিনেশ চান্ডিমাল ২২ ও ফাহিম আশরাফ ৮ বলে তিন ছক্কা ও দুই চারে ২৮ রান যোগ করেন।

লাহোরের একাদশে বাংলাদেশের তিন স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী মিরাজের মধ্যে ফাইনালে কেবল রিশাদ সুযোগ পান। তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট।

লাহোরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক শাহিনম তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া সালমান মির্জা ও হারিস রউফ নেন ২টি করে উইকেট।

ব্যাট করতে নেমে লাহোর নির্ভার ব্যাটিং করেছে। ওপেনার ফখর জামান ১১ রান করে দলের ৩৯ রানে ফিরে যান। অন্য ওপেনার মোহাম্মদ নাইম ২৭ বলে ৪৬ রান করেন। তিনে নামা আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান যোগ করেন।

দারুণ ইনিংস খেলেছেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরা। তিনি ৩১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। পাঁচটি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন। তবে ভানুকা রাজাপক্ষে ধুঁকতে থাকেন। তিনি ১৬ বলে ১৪ রান করেন। কঠিন হওয়া ম্যাচ সিকান্দার রাজা বের করে নেন। টসের মাত্র ১০ মিনিট আগে লাহোর পৌছানো জিম্বাবুয়ে অলরাউন্ডার ৭ বলে দুই চার ও দুই ছক্কায় ২২ রান করে ম্যাচ জেতান।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:০৫ ● ৭১ বার পঠিত