
শুক্রবার ● ৬ জুন ২০২৫
জাতীয় নির্বাচন এপ্রিলে !!
Home Page » সারাদেশ » জাতীয় নির্বাচন এপ্রিলে !!
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আজ শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এমন ঘোষণা আসতে পারে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।’
জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন।
ভাষণে প্রধান উপদেষ্টার আগামী বছর ঈদুল ফিতরের পরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে বলেও উল্লেখ করে।
প্রধান উপদেষ্টার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:০১:৪১ ● ২৩৩ বার পঠিত