
সোমবার ● ৭ জুলাই ২০২৫
সিজিএসের নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
Home Page » সংবাদ শিরোনাম » সিজিএসের নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) পরিচালনা পর্ষদ নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। গত ৫ জুলাই পরিচালনা পর্ষদের সভায় সবার সম্মতিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান এবং নির্বাহী পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের অধীনে সিজিএস ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমকে আরো বিস্তৃত এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জিল্লুর রহমান গণমাধ্যম ও জনপরিসরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার একটি গ্রহণযোগ্য ও চিন্তাশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
তার উপস্থাপিত টক শো ‘তৃতীয় মাত্রা’ গত দুই দশক ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। ইতিপূর্বে তিনি সিজিএসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিজিএস আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, সুশাসন, মানবধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কার্যক্রমে তার ব্যক্তিগত ও পেশাগত ভূমিকা সিজিএস-এর মূল্যবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘সিজিএস দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উল্লেখযোগ্য গবেষণাসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে।
অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত চিন্তা এবং সংলাপের মাধ্যমে সিজিএস একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আরো সক্রিয় ভূমিকা রাখবে।’
অন্যদিকে পারভেজ করিম আব্বাসী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সিজিএসের ‘সিনিয়র রিসার্চ ফেলো’ হিসেবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভূ-রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য তার গবেষণার মূল ক্ষেত্র। তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন, পিয়ার-রিভিউড জার্নাল ও নীতি সংলাপে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।
নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মো. শফিউল্লাহ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:২৮ ● ১৬ বার পঠিত