শুক্রবার ● ১১ জুলাই ২০২৫

উড়ো ফোনে বোমার খবর, নেপালগামী বিমানের ফ্লাইটে তল্লাশি

Home Page » জাতীয় » উড়ো ফোনে বোমার খবর, নেপালগামী বিমানের ফ্লাইটে তল্লাশি
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


উড়ো ফোনে বোমার খবর, নেপালগামী  বিমানের  ফ্লাইটে তল্লাশি

বোমা থাকার উড়ো খবরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে থামানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালগামী একটি উড়োজাহাজ। শুক্রবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার পর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়, তবে কিছু পাওয়া যায়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। পরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।’

র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও পরে তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের ভেতরে ও লাগেজ কম্পার্টমেন্ট পরীক্ষা করে বলে জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ড. সাফিকুর রহমান বলেন, উড়ো একটি ফোনকলে ফ্লাইটে বোমা থাকার খবর জানানো হয়। এরপর দ্রুত উড্ডয়ন বাতিল করে তল্লাশি চালানো হয়। তবে বোমা থাকার খবরের সত্যতা পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে আছেন। অল্প সময়ের মধ্যেই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এ ফ্লাইটটি।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৬ ● ২৩ বার পঠিত