
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ডাঃ মোঃ মিজানুর রহমান
Home Page » সাহিত্য » মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ডাঃ মোঃ মিজানুর রহমানবঙ্গনিউজ ডেস্কঃ বাংলাদেশের ডাঃ মিজানুর রহমান , ভারত থেকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪ অর্জন করছেন। এজমা ও ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্য সেবাই এবং গ্রামের মানুষের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য তিনি এই পদক ও সনদ অর্জন করেছেন । ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের বারাসাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অডিটরিয়ামে আমার আশা ফাউন্ডেশনের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। তাঁর পক্ষে এই পদক গ্রহণ করেন প্রফেসর লুৎফর রহমান জয় ।
ডাঃ মিজানুর রহমান ১৯৭৪ সালের ১১ই জুলাই ঝিনাইদহ জেলার রিশখালি গ্রামে মাটির ঘরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মো ছমির উদ্দিন মোল্লা, মাতার নাম মঞ্জু আরা বেগম। তিনি সরকারি কেসি কলেজ ঝিনাইদহ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচ এস সি পাশ করেন। চিকিৎসা শাস্ত্রে এম বি বি এস ডিগ্রী অর্জন করেন রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে ।
গ্রামের মানুষের সেবা করার ক্ষেত্রে তিনি এক অনন্য চিকিৎসক । প্রত্যয় সমাজ কল্যাণন ফাউন্ডেশনের তিনি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান। গ্রামের তরুণ তরুণী এবং আগ্রহী মানুষদেরকে এরকম সমাজ সেবাই অনুপ্রেরণা যোগানো তার সবচেয়ে ব্রত কাজ । এছাড়া তিনি পরিচালক Care and Cure Medical Services’ .
বাংলাদেশ সময়: ১৩:১৮:৫৯ ● ৩৯ বার পঠিত