
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশি
Home Page » অর্থ ও বানিজ্য » পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশিবঙ্গ-নিউজঃ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আবারও ঘটল দানের স্রোত। শনিবার (সকাল ৭টা) খোলা হয় মসজিদের ১৩টি লোহার দানবাক্স। মুহূর্তেই চোখে পড়ে নগদের স্তূপ—এ যেন টাকার পাহাড়।
প্রায় ১৩ ঘণ্টা টানা গণনা শেষে পাওয়া যায় নগদ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা—যা মসজিদের ইতিহাসে এক নতুন রেকর্ড। আগের দফায় (১২ এপ্রিল) দান উঠেছিল ৯ কোটি টাকারও বেশি।
শুধু টাকা নয়, বাক্সে জমা পড়েছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রা। প্রথমবারের মতো চালু হওয়া অনলাইন দান থেকেও এসেছে প্রায় ৫ লাখ টাকা।
কঠোর নিরাপত্তায় দিনভর গণনা
টাকা গণনার কাজ চলে মসজিদের দোতলায়, অংশ নেন চার শতাধিক কর্মী—মসজিদের কর্মচারী, মাদরাসাশিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। পুরো কার্যক্রম ছিল কঠোর নিরাপত্তার মধ্যে, সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের উপস্থিতিতে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদারকি করেন গণনা।
দানের অর্থ কোথায় ব্যবহার হবে?
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান—“মানুষ বিশ্বাস করে, এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষও দান করেন।”
তিনি জানান, মানুষের এই দান দিয়েই প্রায় শতকোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যেই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে।
মসজিদের তহবিলের সুদ থেকে প্রতিবছর অসহায় রোগীদের (ক্যান্সার, কিডনি ও জটিল রোগে আক্রান্ত) চিকিৎসায় সহায়তা করা হয়। তাছাড়া পরিচালিত হয় একটি মাদ্রাসাও। বর্তমানে তহবিলে জমা রয়েছে প্রায় শতকোটি টাকা।
পাগলা মসজিদ—বিশ্বাসের প্রতীক
তিনতলা বিশিষ্ট, তিন গম্বুজ ও পাঁচতলা মিনারসমৃদ্ধ এই ঐতিহ্যবাহী মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, কিশোরগঞ্জবাসীর বিশ্বাস, আবেগ ও ভালোবাসার প্রতীক। দেশ-বিদেশে খ্যাতি ছড়িয়ে পড়া এই স্থাপনা যেন দাঁড়িয়ে আছে মানুষের দানশীলতার এক জীবন্ত সাক্ষ্য হয়ে।
বাংলাদেশ সময়: ১:৪২:৩৭ ● ১৮ বার পঠিত