রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫

নর্থ সাউথের নতুন প্রো-ভিসি হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. নেছার ইউ আহমেদ

Home Page » বিশ্ব » নর্থ সাউথের নতুন প্রো-ভিসি হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. নেছার ইউ আহমেদ
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


 ড. নেছার উদ্দিন আহমেদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রবার্ট স্টেম্পেল কলেজ অব পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের  অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আজ রবিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী ড. নেছার উদ্দিন আহমেদকে তিন শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

এসব শর্তের মধ্যে রয়েছে- প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

ড. নেছার ইউ. আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও প্রশাসক, যার পুরো ক্যারিয়ার জ্ঞান সৃজন, গবেষণা অবকাঠামো নির্মাণ এবং নতুন প্রজন্মের জন্য জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরের দর্শনের ওপর প্রতিষ্ঠিত। এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস, সামাজিক বিজ্ঞান ও পরিকল্পনা– এসব ক্ষেত্রে তার বিস্তৃত শিক্ষা ও গবেষণা তাকে জটিল জনস্বাস্থ্য সমস্যার কার্যকর সমাধান গড়ে তুলতে সক্ষম করেছে।
তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। তিনি বায়োস্ট্যাটিস্টিক্স ইউনিট থেকে শুরু করে ইন্ডিয়ানা স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ, মেহ্যারি মেডিকেল কলেজ, মেহ্যারি–ভ্যানডারবিল্ট অ্যালায়েন্স এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (FIU) একাধিক গবেষণা ও একাডেমিক ইউনিট প্রতিষ্ঠা করেন। ২০০৪–২০১২ সালে তিনি FIU-এর এপিডেমিওলজি ও বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ার হিসেবে MPH ও PhD প্রোগ্রামগুলোর উন্নয়ন ও CEPH স্বীকৃতি নিশ্চিত করেন।
তিনি উত্তর আমেরিকার ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে Council of Epidemiology Chairs & Directors (CEC) প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের জরুরি জনস্বাস্থ্য প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞ সহায়তা সংগঠিত করেন। ২০২১ ও ২০২৪ সালে তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের জাতীয় স্বীকৃতি মূল্যায়নের একমাত্র বহিরাগত পর্যালোচক হিসেবে মনোনীত হন। তিনি ৪ বার গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় পুরস্কার অর্জন করেন এবং সফল প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—গ্লোবাল হেলথ কনফারেন্স ২০২০, জাতিসংঘের World Statistics Day 2020 সহ বহু আন্তর্জাতিক সম্মেলনে তিনি বক্তা ছিলেন। Fulbright International Faculty Scholar Award অর্জন করে তিনি বাংলাদেশে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষাদান পদ্ধতি আধুনিকীকরণ ও গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন। তার অসামান্য সেবার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তাকে একজন উল্লেখযোগ্য পাবলিক ডিপ্লোম্যাট হিসেবে স্বীকৃতি দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি ইন্টিগ্রেটেড ন্যাচারোপ্যাথি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, সাইবারসিকিউরিটি এবং গ্লোবাল হেলথ সেন্টারসহ একাধিক নতুন বিভাগ গঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশি প্রবাসী সমাজে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা ও নেতৃত্ব দিয়ে আসছেন।
গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সফল নেতৃত্ব, নতুন প্রোগ্রাম তৈরিতে দক্ষতা, সমন্বয় ও সহমত গঠনের ক্ষমতা—সব মিলিয়ে ড. নেছার ইউ. আহমেদ একজন দূরদর্শী একাডেমিক নেতা ও জনস্বাস্থ্য অগ্রদূত, যিনি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী অবদান রেখে চলেছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৫ ● ২০৮ বার পঠিত