দূর প্রবাস থেকে ফিরে এলেন চিরনিদ্রায় - দীপংকর দাশ দীপ

Home Page » এক্সক্লুসিভ » দূর প্রবাস থেকে ফিরে এলেন চিরনিদ্রায় - দীপংকর দাশ দীপ
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


—মালয়েশিয়ায় অবস্থানরত অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটার পর আজ (মঙ্গলবার) দীপংকর দাশ দীপের মরদেহ দেশে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষা,দুঃখ এবং প্রার্থনার পর তাকে শেষবারের মতো দেখতে পারবেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়রা।

দীপংকরের ছোট ভাই দ্রুব দাশ সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে জানান অনেকদিনের অপেক্ষা, কষ্ট আর প্রার্থনার পর আমাদের প্রিয় ভাই দেশে ফিরে এসেছে—তবে জীবিত নয়, নিথর দেহে। আমরা কেউই ভাবিনি এত দ্রুত এভাবে তাকে হারাতে হবে।

দ্রুব জানান, মরদেহ আজ রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাখা হবে সিলেটের টিলাগড়ের গোপালটিলার পুকুরপাড়ে। তবে রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে মরদেহ কিছুটা আগে বা পরে পৌঁছাতে পারে। এই সময়ে যেকোনো ব্যক্তি এসে তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে পারবেন।

সকাল ৭টার পর মরদেহ নেওয়া হবে তাদের গ্রামের বাড়ি পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জে। সেখানে দিনের বেলায় সম্পন্ন করা হবে শেষকৃত্য। চাইলে ভক্তরাও গ্রামের বাড়িতে গিয়ে তাকে শেষবারের মতো দেখতে পারবেন। দীপংকর দাশ দীপ ছিলেন সিলেটের তরুণদের মাঝে পরিচিত একটি নাম। কনটেন্ট ক্রিয়েশন, সামাজিক কাজ এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সবার প্রতি তার আন্তরিক আচরণ ও ইতিবাচক মনোভাব তাকে আলাদা করে তুলেছিল। দ্রুব দাশ তার পোস্টে আরও লেখেন ভাই নেই কিন্তু তার স্মৃতি,তার হাসি,তার মানুষের প্রতি ভালোবাসা আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। সবাইকে অনুরোধ, ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।

দীপংকর দাশ দীপের আকস্মিক মৃত্যুতে সিলেটসহ দেশের অনলাইন কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ শোকবার্তা জানিয়েছেন ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৭ ● ২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ