বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Home Page » জাতীয় » আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর অডিটোরিয়ামে মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সেমিনারে ভাষা সংরক্ষণ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক সেমিনার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওয়াকিল আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ (Keynote paper) উপস্থাপন করেন ড. সুসান ভাইজ (Dr. Susan Vize), হেড অব ঢাকা অফিস, ইউনেস্কো। প্রবন্ধের শিরোনাম : ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’.

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কালচারাল ডাইভারসিটি অ্যাণ্ড ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’ শীর্ষক সেমিনার

মূল প্রবন্ধের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড এ. পিটারসন (David A. Peterson), সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স, ডার্টমাউথ কলেজ (ইউএসএ)।

পরবর্তী প্রবন্ধ উপস্থাপন করেন ড. আহমেদুল কবির (Dr. Ahmedul Kabir), সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রবন্ধের শিরোনাম: ’দ্য ইজজ অব এআই ইন ল্যাগুয়েজ ডকুমেন্টেশন’।

প্রবন্ধের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইব্রাহিম হোসেন (Professor Ibrahim Hossain), ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তৃতীয় প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. সাম্যুল হক (Professor Md. Samyul Haque), ইংলিশ ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। প্রবন্ধের শিরোনাম: ‘দ্য নেসেসিটি অব প্রিসারভেশন অব এনডেনজার্ডড ল্যাগুয়েজ’.

এ প্রবন্ধের আলোচক প্রফেসর ড. জেং কিওং (Professor Dr. Zeng Qiong), হেড অফ বাংলা ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর, ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ)।

চতুর্থ প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. গোলাম রাব্বানী (Professor Dr. Golam Rabbani), ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রবন্ধের শিরোনাম: “ ল্যাগুয়েজ প্রিসারভেশন : প্রসেস অ্যান্ড প্রসিডিউর’।

সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান

প্রবন্ধের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অব লিঙ্গুইস্টিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫৪ ● ৪৪ বার পঠিত