সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে প্রবেশন কার্যক্রমের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
Home Page » শিশু-কিশোর » বাংলাদেশে প্রবেশন কার্যক্রমের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত![]()
উপজেলা সমাজসেবা কার্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকা এর উদ্যোগে “প্রবেশন এন্ড অফেন্ডার্স অরডিন্যান্স, ১৯৬০ এর আলোকে বাংলাদেশে প্রবেশন কার্যক্রমের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এবং শিশু আইন, ২০১৩ এর আলোকে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে করণীয়” শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ রানা, বিজ্ঞ প্রবেশন অফিসার, সিএমএম কোর্ট, ঢাকা ।
বিশেষ আলোচক ছিলেন, জনাব মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার ও বিজ্ঞ প্রবেশন অফিসার, কেরাণীগঞ্জ, ঢাকা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকার সম্মানিত ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ ও সহকর্মীবৃন্দ।
সভায় বক্তারা প্রবেশন ব্যবস্থার মাধ্যমে অপরাধপ্রবণ ব্যক্তিদের পুনর্বাসন, সমাজে পুনঃঅন্তর্ভুক্তি, কারাবরণ ব্যতিরেকে আইনগত তত্ত্বাবধানে থাকবার সুযোগসহ বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবেশন কার্যক্রম বাস্তবায়নে জনবল সংকট, সামাজিক দৃষ্টিভঙ্গি, জনসচেতনতার অভাব, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়সহ নানা চ্যালেঞ্জের কথাও আলোচনা করা হয়।
শিশু আইন, ২০১৩ অনুযায়ী সুবিধাবঞ্চিত ও সংঘর্ষাপন্ন শিশুদের সুরক্ষা, পুনর্বাসন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক পুনঃএকীকরণের লক্ষ্যে সমাজসেবা অধিদফতর, স্থানীয় প্রশাসন, পরিবার ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা বক্তারা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রবেশন কার্যক্রম ও শিশু কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে মাঠপর্যায়ের সমাজকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১০:২২:৫৪ ● ১২ বার পঠিত