সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
ইসরাইল ও হামাস গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তুতি নিলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে মতবিরোধ
Home Page » জাতীয় » ইসরাইল ও হামাস গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তুতি নিলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে মতবিরোধফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ও হামাস। তবে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে দুই পক্ষের মধ্যে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার (৭ ডিসেম্বর) বলেছেন, মার্কিন খসড়া আরো স্পষ্ট হওয়া প্রয়োজন। যুদ্ধবিরতি চলাকালীন অস্ত্রের ব্যবহার বন্ধ করার বিষয়ে আলোচনা করতে হামাস প্রস্তুত থাকলেও যেকোনো আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী নিরস্ত্রীকরণের দায়িত্ব নিলে তা তারা মেনে নেবে না।
তিনি বলেন, ‘আমরা সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিসঙ্ঘের বাহিনীকে স্বাগত জানাই, যারা যুদ্ধবিরতি চুক্তি তদারকি করবে, লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করবে এবং যেকোনো ধরনের উত্তেজনা রোধ করবে।’ তবে ফিলিস্তিনি ভূখণ্ডে এই বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব থাকুক, তা হামাস মানবে না বলে জানান তিনি।
এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি মাসের শেষে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার একটি নতুন পর্যায়ে প্রবেশের বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। বৈঠকের মূল বিষয় হবে গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো এবং উপত্যকাটির নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা।
হামাসের অস্ত্রের ব্যবহার বন্ধ বা সংরক্ষণের বিষয়ে বাসেম নাইমের মন্তব্য ইসরাইলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কি না, তা স্পষ্ট নয়। তিনি বলেন, হামাস ‘প্রতিরোধের অধিকার’ বজায় রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্র সমর্পণ করা যেতে পারে। যেখানে সম্ভাব্য দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি পাঁচ থেকে দশ বছর স্থায়ী হতে পারে।
গাজার জন্য যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতার দরজা উন্মুক্ত করেছে। কিন্তু নেতানিয়াহু বরাবরই এটি প্রত্যাখ্যান করে আসছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের সৃষ্টি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে।
সূত্র : আল জাজিরা
বাংলাদেশ সময়: ১২:১৫:২৮ ● ১১ বার পঠিত