সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে (সিইসি) সঙ্গে বৈঠক জামায়াতের ইসলামীর একটি প্রতিনিধি দল

Home Page » জাতীয় » রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে (সিইসি) সঙ্গে বৈঠক জামায়াতের ইসলামীর একটি প্রতিনিধি দল
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


 জামাদতে ইসলাম ,ইসলামী আন্দলন, বিএনপি, হেফাজতে ইসলাম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে

বৈঠকে বসেছে জামায়াতের ইসলামীর একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার প্রস্তুতির মধ্যে এই বৈঠক হচ্ছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছে।

গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।

ভোট প্রস্তুতি ও তপশিল নিয়ে আলোচনার মধ্যে আগামীকাল রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার কথা অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তুতির বিষয়ে ইসিকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৩৮ ● ৯ বার পঠিত