আমাদেরকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে : মামুনুল হক

Home Page » জাতীয় » আমাদেরকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে : মামুনুল হক
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫


 আমাদেরকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে ২০২৪ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের সকলকে সেই জুুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আগামী দিনে আমরা জনগণের সরকার কায়েম করতে চাই।

তিনি গতকাল বুধবার বিকেলে ভালুকা সরকারী ডিগ্রীকলেজ মাঠে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মামুনুর রশিদ খানের নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ ছাত্রজনতার জুলাই বিপ্লবের মাধ্যমে পরাজিত ফ্যাসিবাদী হাসিনার দূসরদের আর বাংলা মাটিতে ফিরতে দেয়া হবেনা।

খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মামুনুর রশিদ খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, হেদায়েতুল্লাহ হাদী, কাজী মুশতাক আহমেদ ফরুকী, মাওঃ আফজাল হোসেন সরকার, ও মাওঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:২১:০১ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ