
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, নিহত তিনজনই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজন। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক এবং রোগীর এক স্বজন রয়েছেন। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি ভাঙ্গার দিক থেকে খুলনার দিকে আসছিল।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যাওয়া দুজন পুরুষ এবং হাসপাতালে মারা যাওয়া একজন নারী। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।