শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
Home Page » প্রথমপাতা » মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বাউশি ইউনিয়নের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া উপজেলার বাউশি
ইউনিয়নের মোয়াটি গ্রামের সান্ত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন মিয়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাউশি
বজারেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জীবন মিয়া মোটরসাইকেলে একাই ছিলেন। বাজারের কাছেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সেখানেই পড়ে থাকেন। এরপর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৭ ● ১৬ বার পঠিত