রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি
Home Page » জাতীয় » জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতের সঙ্গে জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, জামায়াতের সঙ্গে এনসিপিও জোটে যোগ দেবে। এনসিপি দলীয় বৈঠক করে জোটে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাব জানাবে আজ রাতে। এনসিপি ও এলডিপি দল শেষ পর্যায়ে জোটে যোগ হয়েছে।
জামায়াত আমির বলেন, জোটের অধিকাংশ আসন নিয়ে সমঝোতা হয়েছে। কয়েকটি এখনও বাকি আছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এগুলো ঠিক করা যাবে।
শফিকুর রহমান বলেন, আগে আট দল জামায়াতের সঙ্গে ছিল। আর দুটি দল আজ যোগ দিল। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।
গণঅভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এই ছয় দলের পর জোটে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল।
নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।
সংবাদটির ভিডিও নিচে দেখুন:
বাংলাদেশ সময়: ২০:০৯:৫৮ ● ২০ বার পঠিত