মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
পারভীন আমিনের কবিতা ‘শীত এলো’
Home Page » সাহিত্য » পারভীন আমিনের কবিতা ‘শীত এলো’ ![]()
শীত এলো ভাই, শীত এলো—
খুশির সীমা নেই।
চড়ুই ভাত আর খোয়া পাতির কথা
মনে হতেই
আবার যেন ছোট্ট খুকি হয়ে যাই।
দাদির হাতের মুয়া-দই খেয়েছি
বেশ মজা করেই।
এখনকার ছেলে-মেয়েরা কি
সেই মজা পায় কিছুর মধ্যেই?
নানির হাতের পিঠা-পুলির কথা
মনে হতেই চোখ বেয়ে নামে জল।
অজস্র উষুর ঢোল,
সেই সব দিন যদি পেতাম
আবার ফিরে,
কতই না হতো ভালো!
এখন ভাবি—বড় হলাম কেন?
দৌড়ের শর্তে এসে দাঁড়িয়ে দেখি
সবই লণ্ডভণ্ড।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৫ ● ২৬ বার পঠিত