বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬

নোয়াখালী ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬২ জন

Home Page » প্রথমপাতা » নোয়াখালী ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬২ জন
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


ছবিতে ২৭০ নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের পক্ষে নোয়াখালী জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম এর নিকট মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।

নোয়াখালীর ৬ উপজেলার রিটার্নিং অফিসারের নিকট স্বশরীরে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গনভোট নির্বাচনে অংশ নেয়ার জন্য মোট ৬২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর নোয়াখালী জেলা প্রশাসক রেজাউল করিম তার সভাকক্ষে স্থানীয় সংবাদকর্মীদের নিকট প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। জেলার ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ১৫ জন। জাতীয় পার্টির পক্ষ থেকে মোট ৬ জন, বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়েত ইসলামি, এনসিপি খেলাফাত মজলিস,ইশা আন্দোলন, জাসদ, বাসদ,গন অধিকার পরিষদ এর পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২২:৪৩ ● ২৯ বার পঠিত