শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল বিসিসিআই
Home Page » ক্রিকেট » মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল বিসিসিআইআইপিএলের আসন্ন আসরের জন্য নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু তাকে দল থেকে ছেড়ে দিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সংবাদ সংস্থা এএনআই-কে বলেছে, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআর-কে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।’
ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রভাব বিবেচনায় নিয়ে বিসিসিআই সেক্রেটারি মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার পক্ষে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু দাস নামের পোশাক খাতে কর্মরত একজন সনাতন ধর্মের অনুসারীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সোচ্চার ছিল। দলটির শীর্ষস্থানীয় নেতারা মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার সমালোচনা করে।
বিজেপির একাধিক নেতা আইপিএলের দল কেকেআর-এর এক হাত নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা করেছে এবং দলটির অন্যতম মালিক শাহরুখ খানকে পর্যন্ত হুমকি দিয়েছে। কলকাতাতেও মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে সমালোচনা হয়েছে। তবে সেসব সমালোচনা কেকেআর কর্তৃপক্ষ আমলে নেয়নি। তবে বিসিসিআই বিয়ষটি নিয়ে নির্দেশনা দেওয়ায়, মুস্তাফিজের আইপিএলে খেলার সম্ভাবনা একেবারেই ফিকে গেল।
অবশ্য বিজেপির পাল্টা দিয়েছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ভাই জগতাপ বলেছেন- শাহরুখকে শুধু শুধু দোষী করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটি নিলামের নিয়ম অনুসরণ করেই বাংলাদেশের খেলোয়াড়কে দলে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বলেছেন- খেলার মধ্যে এভাবে রাজনীতি টানার মানে হয় না। কেকেআর এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ১২:৫১:৪১ ● ৩৯ বার পঠিত