
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীর ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
রাজশাহী-১ আসনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন এবং এবি পার্টির আব্দুর রহমান মহসিনীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, স্বতন্ত্র প্রার্থী আল সাআদ এবং গণঅধিকার পরিষদের মীর মো. শাহজাহানের।
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির মু সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মুহম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম, নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ সামছুল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ, এলডিপির প্রার্থী ওয়াহেদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের।
রাজশাহী-৩ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী এডভোকেট শরিফুল হক মিলন, জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেনের।এছাড়া মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, স্বতন্ত্র হাবিবা বেগম ও আমজনতার দল সাইদ পারভেজের।
রাজশাহী-৪ আসন বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম খানের।
রাজশাহী-৫ আসন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী মনজুর রহমানের। অবৈধ ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী রায়হান খায়সার, স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমীন ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লার মনোনয়নপত্র স্থগিত রয়েছে।
রাজশাহী-৬ আসন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের প্রার্থী নাজমুল হক, বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম সুরুজের। অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের।
জেলা প্রশাসন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীর ৬টি আসনে ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।