শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
সহিংসতা ও দাঙ্গার অভিযোগে ইরানে প্রায় ৩ হাজার জন গ্রেফতার
Home Page » জাতীয় » সহিংসতা ও দাঙ্গার অভিযোগে ইরানে প্রায় ৩ হাজার জন গ্রেফতার
ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ‘সন্ত্রাসী গোষ্ঠী’র প্রায় তিন হাজার সদস্যকে গ্রেফতার করার দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার তেহরানের জুমার নামাজের খতিব এবং বিভিন্ন প্রাদেশিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের মধ্যে সহিংসতার মূল উসকানিদাতা, ইসরায়েলের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং সশস্ত্র হামলাকারীরা রয়েছে বলে জানানো হয়েছে।
ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আটকদের অনেকে জননিরাপত্তা বাহিনীর ওপর হামলা, মসজিদে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মতো গুরুতর অপরাধে সরাসরি জড়িত ছিল।
তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার খতিব সাইয়্যেদ আহমদ খাতামি আজকের খুতবায় এই অস্থিরতাকে ‘সন্ত্রাসী যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি হাত রয়েছে বলে দাবি করেন।
খাতামি বলেন, এই ইসলামি ব্যবস্থা কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তিনি হুংকার দিয়েছেন দেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাঙ্গাকারীদের জন্য কঠোরতম বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসাথে মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৪২ ● ১০ বার পঠিত