বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

নোয়াখালীতে ৪৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Home Page » প্রথমপাতা » নোয়াখালীতে ৪৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


নোয়াখালীতে ৪৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নোয়াখালী জেলার ছয়টি আসনের বৈধভাবে মনোনীত মোট ৪৭ জন প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের নিজ সভাকক্ষে সকল প্রার্থীর উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “পোস্টাল ব্যালটের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” তিনি জানান, জেলা প্রশাসনের আওতাধীন স্কুল ও কলেজগুলোকে পোস্টাল ব্যালটের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নিয়মানুযায়ী প্রতিটি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে এবং ব্যালট বাক্সগুলো সিলগালা করে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত কাজ করছেন। সব মিলিয়ে নোয়াখালীতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ২০:১৯:২৫ ● ২৪ বার পঠিত