সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
“রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন বানচাল হতে দেবোনা” — মাওলানা বোরহান উদ্দিন
Home Page » প্রথমপাতা » “রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন বানচাল হতে দেবোনা” — মাওলানা বোরহান উদ্দিন
নোয়াখালী ২৭০(৩) বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, কেন্দ্রদখল, হুমকি ধমকি দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই একটি অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে করে তরুণ প্রজন্ম তাদের নতুন বাংলাদেশ গড়তে পারে। রক্তের বিনিময়ে অর্জিত ১২ তারিখের নির্বাচন কেউ বানচাল করলে জনগণ বরদাস্ত করবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে। গত ২৪ জানুয়ারী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামী জেলা বায়তুল মাল সেক্রেটারি দীন মোহাম্মদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৩ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাসিমুল গনি মোহন, নোয়াখালী উত্তর সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল শহীদ, খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক মাওলানা সাহাব উদ্দিন আহাম্মদ, এল.ডি.পি বেগমগঞ্জ উপজেলার আহ্বায়ক বদিউল আলম,এন.সি.পি বেগমগঞ্জ উপজেলা আহবায়ক নুরুল আলম মুন্না। সভায় মাওলানা বোরহান উদ্দিন আরো বলেন, জীরতলীর ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে একটি মহল, তারা ১২ তারিখের পর ভোটারদেরকে এক হাত দেখে নেবে বলেও হুমকি দিচ্ছে। “জামায়াত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে “এই ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জামায়াত ইসলাম কখনো এধরনের বক্তব্য রাখেনি। পারলে তারা প্রমাণ করে দেখাক। আমরা চাই আপনারা সংবাদ কর্মীরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক তথ্য ও চিত্র তুলে ধরুন। যাতে নির্বাচনে জনগন তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
বাংলাদেশ সময়: ১২:১১:১৫ ● ৩৭ বার পঠিত