সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে
Home Page » ইতিহাসের এইদিনে » নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবেআসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেটরা থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:১৭ ● ১৩ বার পঠিত