মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, প্রাণহানি ৭

Home Page » প্রথমপাতা » শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, প্রাণহানি ৭
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিহীন লাখো মানুষ, প্রাণহানি ৭

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ‘প্রাণঘাতী’ আবহাওয়া পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্কুল বন্ধ রাখা ও ফ্লাইট বাতিল করা হয়েছে। চার অঙ্গরাজ্যে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, আট লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, বিপর্যয়পূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রচুর তুষারপাত, বরফ পড়া ও হিমশীতল বৃষ্টি হচ্ছে। এ অবস্থা কয়েক দিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ কোটি মানুষের ওপর এই ঝড়ের প্রভাব পড়তে পারে, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেন, ঝড়ের সবচেয়ে বড় বিপদ হলো বরফ পড়া। বরফ পড়লে গাছ ভেঙে যেতে পারে, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে উঠতে পারে।

কানাডাতেও ভারী তুষারপাত হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল হয়েছে। কর্মকর্তাদের ধারণা, অন্টারিও প্রদেশে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১০:২৪:২২ ● ১০ বার পঠিত