শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬

নেতৃত্ব হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: জামায়াত আমির

Home Page » প্রথমপাতা » নেতৃত্ব হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: জামায়াত আমির
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 নেতৃত্ব হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে—যোগ্যতা থাকুক আর না থাকুক; এটা আর দেখতে চায় না দেশের জনগণ। নেতৃত্ব হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। পরিবারতন্ত্র থেকে দেশ ও রাজনীতিকে মুক্ত করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ফুটপাত থেকে শুরু করে শিল্পপতিরা—কেউ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। চাঁদাবাজির কারণে কেউ শান্তিতে নেই। আপনারা কি চান আবার চাঁদাবাজি ফিরে আসুক, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসুক?

তিনি বলেন, জুলাইয়ের পর কেউ কেউ চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি শুরু করেছে। আল্লাহ পাক যদি আমাদেরকে দেশসেবার সুযোগ দেন, তাহলে আমরা চাঁদাবাজদের কোনো অস্তিত্ব রাখব না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখব না। আপনাদের কাছে ওয়াদা করছি, ক্ষমতায় এলে আমরা চাঁদাবাজি করবো না। চাঁদা ভিক্ষার চাইতে নিকৃষ্ট। আমরা মামলাবাজি করবো না। আমরা কারও প্রতি জুলুম করবো না। আমরা লুটপাট আর চাঁদাবাজির রাজনীতি করিনি। ইনশাআল্লাহ আগামীতেও করবো না। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের অস্তিত্ব রাখবো না।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হবো না ঘোষণা দিয়েছিলাম। তবে ভিক্টিম পরিবার আইনি লড়াই করলে আমরা সহযোগিতা করবো। আমরা জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখের ভাগ নিয়েছি। জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা এই ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। শহীদদের স্বজনদের যখন দেখতে যাই, তখন তাদের চোখে পানি নয় বরং রক্ত দেখেছি।

তিনি বলেন, এদেশে সবচাইতে মজলুম দলের নাম জামায়াত। বিচারের নামে আর কোনো দলের কোনো সিনিয়র নেতাদের খুন করা হয়নি, অফিস তালা মেরে রাখা হয়নি, নিবন্ধন কেড়ে নেওয়া হয়নি, কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি। এগুলো চলেছে জামায়াতে ইসলামীর ওপর। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জনসভায় জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ক্ষমতার পালাবদলের সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন এই দেশের জাতির ভাগ্যনির্ধারণী নির্বাচন। আমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, নাকি আবার দুর্নীতিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হব, সেই ফয়সালা এই নির্বাচনে হবে। বিএনপিকে আজ জাতির কাছে পরিষ্কার করতে হবে, তারা ক্ষমতায় গেলে হাওয়া ভবন থাকবে কি না। আরও দুটি প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তবে সেই প্রশ্ন আজকে রাখব না, নির্বাচন আরও কাছে আসলে রাখব।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অনেকে এখন পরিবর্তনের কথা বলে। কিন্তু তাদের দিয়ে পরিবর্তন সম্ভব নয়। যাঁরা স্বাধীনতার পর বারবার ক্ষমতায় গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন; দলীয়করণ করেছেন, ভিন্নমত দমন করেছেন, তাঁদের দিয়ে কখনো পরিবর্তন সম্ভব হবে না। তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা এগারোটি দল এক হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশা আল্লাহ।

এসময় কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-৩ আসনের প্রার্থী ইউসুফ সোহেল, কুমিল্লা-৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসেন, কুমিল্লা-৮ আসনের প্রার্থী ড. শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:২৯:০৫ ● ২২ বার পঠিত