বিয়েতে স্ত্রীকে যা উপহার দিলেন ভিকি

Home Page » বিনোদন » বিয়েতে স্ত্রীকে যা উপহার দিলেন ভিকি
শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১


অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জেইন

বঙ্গনিউজঃ   ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের পর বেশ মাতামাতি হচ্ছে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জেইনের বিয়ে নিয়ে। জানা গেছে, অঙ্কিতাকে মালদ্বীপে এক বিলাসবহুল বাংলো উপহার দিয়েছেন ভিকি। এই বাংলোটির দাম ৫০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। আর স্বামীকে আট কোটি রুপির প্রমোদতরী কিনে দিয়েছেন অঙ্কিতা।

অঙ্কিতা ছোট পর্দার জনপ্রিয় মুখ। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে ‌‘পবিত্র রিশতা’ ধারাবাহিকটি দিয়ে তিনি বেশ জনপ্রিয় হন। এরপর একাধিক ছবিতেও অভিনয় করেছেন অঙ্কিতা। তার স্বামী ভিকি পেশায় ব্যবসায়ী।

---

বেশ কয়েক বছর সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ১৪ ডিসেম্বর বিয়ে সেরেছেন ভিকি-অঙ্কিতা।

---

১১ ডিসেম্বর থেকেই বিয়ের রীতিনীতি পালন শুরু হয় দুই পরিবারের মধ্যে। বেশ জাঁকজমকভাবেই আয়োজন করা হয় হলুদ, মেহেদি ও বাগদান। বিয়ের শেষে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৪ ● ৪৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ